ফাগুনের মন
বসন্তের আবিরে আজ ফাগুন রাঙিয়েছে দেখ। রাধা চূড়ার সাথে আকাশও হয়েছে এক।
মহুয়ার নেশায়, সবখানেতেই দেখি তুই। খোঁপায় ভরাবো পলাশ,তুই কাছে এলি কোই!
আবিরে আবিরে আজ রাঙ্গানো মন, বেখেয়ালে আমার প্রাণের কথা শুনিস একটুক্ষণ ।
©সহদেব মণ্ডল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন