সোমবার, ২১ নভেম্বর, ২০২২

রবিবার, ২৭ মার্চ, ২০২২

যাত্রী

কবিতা পড়া হয়নি বহুদিন,
শব্দগুলো সাজানোও হয়না আর।
আজ বিকেলে ঘুরতে যাবে?
কিছু স্মৃতিকে করে আসি চলো না সৎকার!

ট্রেনের চাকার শব্দে জানালার বাতাসে,
ঘষা লেগে লেগে যেখানে সম্পর্ক ক্ষয়ে আসে।
সেখানকার ডাকে বিনা কাজলে,
একাকীত্ব কাটাতে মন তোমাকে আজ চাইছে পাশে।

পুরানো কথা আজ তোলোনা কিছু,
হোক আবার সেই প্রথম দেখা!
যা কিছু  হারানো যায় স্পর্শ থেকে তেপান্তর,
হবে আজ সব নতুন তুলিতে আঁকা।

তারপর সমান্তরাল বিপরীত মুখী দুটি পথ,
যাত্রী কেবল তুমি আর আমি।
হা-হুতাশ নেই,পিছু ডাকা নেই,
মুখোমুখি হলেও যেন কেউ কাউকেই না চিনি।

© সহদেব মণ্ডল

শনিবার, ২৬ মার্চ, ২০২২

ছন্দে সুরে

ছন্দে সুরে

কিছু ছন্দ এমনিতেই বাজে
কারুর কপাল ভরা চন্দনে।
কিছু ছন্দ অন্তরে পোড়ে,
কারুর হৃদ স্পন্দনে।

কিছু ছন্দ চলায় বাজে,
কারুর নূপুর তোলা পায়ে।
কিছু ছন্দ খেই হারায়,
কারুর কাজল চোখের ঘায়ে।

কিছু ছন্দ নিরালা খোঁজে,
কারুর কাঁপা ঠোঁটের টানে।
কিছু ছন্দ থমকে তাকায়,
কারুর আসা হবে না জেনে।


© সহদেব মণ্ডল

বুধবার, ২৩ মার্চ, ২০২২

একটি কথা

ভুল ভেবেছো।
তোমাকে চাইনি আমি কোনদিন। 

তোমার ইচ্ছে,স্বপ্ন গুলো নিয়ে,
তুমি তোমার মতো থেকো।
আমি বুঝি;স্বপ্নদের না সফলতা পাওয়ার যন্ত্রনা ঠিক কেমন। 

পাল্টে ফেলোনা নিজেকে কারুর মতো করে।
তুমি তোমার মতোই সুসম্পন্ন।
ভালোবাসা তো ক্ষণিকের নয়;
সে অসীম আকাশের মতোন।
তার সীমা পাওয়ার সাদ্ধ কার। 

আমি তোমার মনের উঠোনে বারংবার ঘুরে যেতে চাই।
চাই তোমার মনের হদিশ পেতে।
আর যেটা তুমি চাওয়া বলছো,
সেটা ভালোবাসা।সেটা বেঁধে রেখে নয়।
নিখিলের প্রতিটি প্রান্তে আমি তোমায় পাবো;
সে তুমি যার হয়ে যেখানে যেভাবেই থাকো।

বিলাসিতা