কিছু ছন্দ এমনিতেই বাজে
কারুর কপাল ভরা চন্দনে।
কিছু ছন্দ অন্তরে পোড়ে,
কারুর হৃদ স্পন্দনে।
কিছু ছন্দ চলায় বাজে,
কারুর নূপুর তোলা পায়ে।
কিছু ছন্দ খেই হারায়,
কারুর কাজল চোখের ঘায়ে।
কিছু ছন্দ নিরালা খোঁজে,
কারুর কাঁপা ঠোঁটের টানে।
কিছু ছন্দ থমকে তাকায়,
কারুর আসা হবে না জেনে।
© সহদেব মণ্ডল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন