শব্দগুলো সাজানোও হয়না আর।
আজ বিকেলে ঘুরতে যাবে?
কিছু স্মৃতিকে করে আসি চলো না সৎকার!
ট্রেনের চাকার শব্দে জানালার বাতাসে,
ঘষা লেগে লেগে যেখানে সম্পর্ক ক্ষয়ে আসে।
সেখানকার ডাকে বিনা কাজলে,
একাকীত্ব কাটাতে মন তোমাকে আজ চাইছে পাশে।
পুরানো কথা আজ তোলোনা কিছু,
হোক আবার সেই প্রথম দেখা!
যা কিছু হারানো যায় স্পর্শ থেকে তেপান্তর,
হবে আজ সব নতুন তুলিতে আঁকা।
তারপর সমান্তরাল বিপরীত মুখী দুটি পথ,
যাত্রী কেবল তুমি আর আমি।
হা-হুতাশ নেই,পিছু ডাকা নেই,
মুখোমুখি হলেও যেন কেউ কাউকেই না চিনি।
© সহদেব মণ্ডল
তারপর সমান্তরাল বিপরীত মুখী দুটি পথ,
যাত্রী কেবল তুমি আর আমি।
হা-হুতাশ নেই,পিছু ডাকা নেই,
মুখোমুখি হলেও যেন কেউ কাউকেই না চিনি।
© সহদেব মণ্ডল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন